ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
হেরোইনসহ বালিয়াকান্দি বাজারের কসমেটিক্সের দোকানী গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-০২ ১৪:৪৫:১৫

হেরোইনসহ বালিয়াকান্দি বাজারের কসমেটিক্সের দোকানী ফজলে রাব্বী (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে।
  গোপন সংবাদের ভিত্তিতে গত ১লা সেপ্টেম্বর দুপুরে বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফজলে রাব্বী বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্টি এলাকার নুরুল ইসলামের ছেলে। কসমেটিক্সের দোকানীর পাশাপাশি সে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি অফিসের একজন লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক। 
  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২রা সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ