ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে পোনা মাছ অবমুক্তকরণ
  • ফজলুল হক
  • ২০২২-০৯-০৬ ১৪:৫৯:৩২
কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৬ই সেপ্টেম্বর উপজেলার ৩টি স্থানে পোনা মাছ অবমুক্ত করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৬ই সেপ্টেম্বর উপজেলার ৩টি স্থানে পোনা মাছ অবমুক্ত করা হয়। 
  বেলা ১১টার দিকে প্রথমে কালুখালী উপজেলা পরিষদের পুকুরে, এরপর মৃগী ইউনিয়নের ঠাকুর বিলে ও কালিকাপুর ইউনিয়নের বরোপিড জলাশয়ে এই পোনা মাছ অবমুক্তকরণকালে জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা আসিফ, মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন, ঠাকুর বিল মৎস্যজীবী সমিতির সভাপতি বাদশা খান ও বরোপিড মৎস্যজীবী সমিতির সভাপতি আখের আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ