ঢাকা শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
গোয়ালন্দ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোরাই ডিজেলসহ গ্রেফতার-২
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৯-০৬ ১৫:০০:২৬
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোরাই ডিজেলসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোরাই ডিজেলসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। 
  গ্রেফতারকৃতরা হলো- শরীয়তপুর জেলার পালং থানার চর পালং এলাকার মৃত রশিদ খানের ছেলে বিপ্লব খান(২৭) এবং খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা এলাকার হান্নান মোল্লার ছেলে ইমরান মোল্লা(২৬)। তাদের মধ্যে বিপ্লব খানকে গত ৫ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া পতিতাপপ্লী থেকে ৩০ পিস ইয়াবাসহ এবং ইমরান মোল্লাকে গতকাল ৬ই সেপ্টেম্বর ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ২৭০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার করা হয়। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপনকুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক ২টি মামলা দায়েরের পর গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পরিবেশ দূষণের অভিযোগ তদন্তে গোয়ালন্দের  ভিক্টর ভিলেজে পরিবেশ অধিদপ্তরের তদন্ত দল
বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ পারভেজের বিদায় সংবর্ধনা
 রাজবাড়ীতে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী মিছিল
সর্বশেষ সংবাদ