ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৯-২০ ১৪:৩৩:০৫

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

   গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চক্রবর্তী, সাধারণ সম্পাদক কোমল কুমার সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রতিটি দুর্গা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ও নিজস্ব স্বেচ্ছাসেবক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে দুর্গা পূজার অনুদান হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় হতে বরাদ্দকৃত ৫০০ কেজি করে চালের ডিও হস্তান্তর করা হয়।

   উল্লেখ্য, আগামী ১লা অক্টোবর থেকে শারদীয় দুর্গা শুরু হবে। এ বছর গোয়ালন্দ উপজেলায় মোট ২৩টি দুর্গা অনুষ্ঠিত হবে। 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ