ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা উদ্বোধন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-২০ ১৪:৩৪:৪৩

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ২ দিনব্যাপী খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

   জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২০শে সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তারসহ অন্যান্য উপজেলার শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এবং অংশগ্রহণকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 

   ২ দিনব্যাপী জেলা পর্যায়ের খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া বালক ও বালিকাদের ৫টি করে দল অংশগ্রহণ করছে। গতকাল মোট ৬টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালিকাদের ১ম খেলায় গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে পাংশা উপজেলার সরিষা পালেরডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে, ২য় খেলায় বালিয়াকান্দি উপজেলার স্বর্প বেতেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে কালুখালী উপজেলার আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ও ৩য় খেলায় রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। তাদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিয়াকান্দি উপজেলার স্বর্প বেতেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ফাইনালে উন্নীত হয়। বালকদের ১ম খেলায় গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৪-০ গোলে পাংশা উপজেলার যশাই সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে, ২য় খেলায় বালিয়াকান্দি উপজেলার সমাধীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইব্রেকারে ৩-১ গোলে কালুখালী উপজেলার মাজবাড়ী হুরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ও ৩য় খেলায় রাজবাড়ী সদর উপজেলার কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৬-১ গোলে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হয়। তাদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ও বালিয়াকান্দি উপজেলার সমাধীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ফাইনালে উন্নীত হয়। আজ ২১শে সেপ্টেম্বর দুপুর ১টায় বালিকাদের বঙ্গমাতা গোল্ডকাপের ও ২টায় বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপের ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে অতিথিগণ পুরস্কার বিতরণ করবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করবেন নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল। 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ