ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশার ৪টি ইউপিতে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আরুজের গণসংযোগ
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৯-২২ ১৭:১৭:৩২

আসন্ন রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ জনমত গঠনে গতকাল ২২শে সেপ্টেম্বর দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পাংশা উপজেলার মাছপাড়া, কলিমহর, সরিষা ও বাবুপাড়া ইউপিতে নির্বাচনী গণসংযোগ করেছেন। 
  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে মাছপাড়া ইউপিতে গণসংযোগ করেন তিনি। এরপর পর্যায়ক্রমে কলিমহর, সরিষা ও বাবুপাড়া ইউপিতে গণসংযোগ করেন একেএম শফিকুল মোরশেদ আরুজ। গণসংযোগ উপলক্ষে উল্লেখিত ইউপিতে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মেম্বরগণ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজকে শতভাগ ভোট প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  
মাছপাড়া ইউপি ঃ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মাছপাড়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে এবং মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান ও মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলীর সঞ্চলনায় নির্বাচনী মতবিনিময় সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী ও খন্দকার সেলিম হোসেন রনো, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কলিমহর ইউপির ঃ গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কলিমহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান বিলকিছ বানুর সভাপতিত্বে এবং কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টারের সঞ্চলনায় নির্বাচনী মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল হাকিম (সাধন), পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি ও কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বিশ্বাস (বকুল), পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন।
সরিষা ইউপি ঃ সরিষা ইউপির চেয়ারম্যান ও সরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল হাকিম (সাধন), পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজীব হোসেন, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডলসহ সরিষা ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 বাবুপাড়া ইউপি ঃ বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদারের সভাপতিত্বে ও বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মেম্বারের সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল হাকিম (সাধন), পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান প্রমূখ বক্তব্য রাখেন। 
বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এছাড়া আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সুসংগঠিতকরণের বলিষ্ঠ নেতৃত্ব আশিক মাহমুদ মিতুলের হাতকে শক্তিশালী করতে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজকে বিপুল ভোটে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ