করোনা ভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে দৌলতদিয়া ঘাটে প্রতিদিনই বাড়ছে যানবাহন ও যাত্রীদের চাপ। ফেরীর সংখ্যা বাড়ানো হলেও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গাদাগাদি করা ভিড় হচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিকে দিনে-রাতে ৫টি করে ফেরী চালানো হলেও এখন দিনে ৬টি এবং যানবাহনের চাপ বাড়ায় রাতে ১২টি পর্যন্ত ফেরী চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে।
গতকাল ১২ই মে সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীদের প্রচুর ভিড় রয়েছে। সেই সাথে রয়েছে মোটর সাইকেলসহ ব্যক্তিগত ছোট গাড়ীর চাপ।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, গত ১০ই মে থেকে শপিংমল-মার্কেট খোলার কারণে মানুষ ঢাকামুখি হওয়ায় ঘাটে চাপ বেড়েছে।