রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়লো ৩০ কেজি ওজনের কাতল

হেলাল মাহমুদ || ২০২০-০৫-১২ ১৮:৩৫:৫১

image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ৩০ কেজি ওজনের ১টি কাতল মাছ জেলেদের জালে ধরা পড়েছে। গত ১১ই মে দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়ার চর কর্নেশন এলাকায় জেলেদের জালে বিশালাকৃতির মাছটি ধরা পড়ে। 
  জেলে হারুন শেখ বলেন, রাতে আমরা ৭জন জেলে মিলে নৌকায় মাছ ধরছিলাম। রাত ১টার দিকে জাল ফেলার পর জালের মধ্যে জোরে নড়াচড়া হলে বুঝতে পারলাম বড় কোন মাছ ধরা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫শত টাকার বিক্রি করে দেই। 
  মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, আমি মাছটি ১ হাজার ৪শত টাকা কেজি দরে এক পার্টির কাছে বিক্রি করে দিয়েছি। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com