বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) রাজবাড়ীর আয়োজনে গতকাল ১১ই অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ী এনসিটিএফের সভাপতি সাদিয়া জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম তাহসিন মুগ্ধ’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম খান, এনজিও কেকেএসের প্রজেক্ট কো-অর্ডিনেটর রুমা খাতুন, সাংবাদিক রবিউল খন্দকার মজনু, রাজবাড়ী এনসিটিএফের প্রধান উপদেষ্টা সাদমান সাকিব রাফি, কার্যনির্বাহী কমিটির ফারজানা ইসলাম, মুবাশ্বিরুল ইসলাম আবির, সাব্বির হোসেন, আব্দুল রবিন, হুমাইয়া আক্তার রিঙ্কি, নাফিজুর রহমান, জুলেখা আক্তার, মিতু আক্তার, তাহসিন বিন আতিয়ার তামিম ও নিশরাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী এনসিটিএফের সদস্য ও এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা উপবৃত্তি প্রদান, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালাতে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করে যাচ্ছে। সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও শিশুদের অধিকার আদায়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির লক্ষ্যে এনসিটিএফ তাদের কল্যাণে কাজ করছে। আজকে এনসিটিএফ রাজবাড়ীর শিশুদের বিকাশের ক্ষেত্রে যেসব অসুবিধা যেমন-মাদক, বাল্য বিবাহ, শিশুদের কাছে সিগারেট বিক্রি, ইভটিজিং, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, রাজবাড়ীতে এতিম ও পথশিশুদের জন্য একটি সরকারী বালক এতিমখানা প্রতিষ্ঠা, খেলার মাঠের ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা প্রদানসহ যেসমস্ত বিষয় তুলে ধরেছে সেগুলো নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে রাজবাড়ী জেলার শিশুরা তাদের অধিকার নিয়ে ভবিষ্যতে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে পারে। বক্তব্যের শেষে শিশু দিবস উপলক্ষ্যে এনসিটিএফ আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com