এনজিও ভিপিকেএ ফাউন্ডেশনের পাংশার হাবাসপুর ও মাছপাড়া শাখা উদ্বোধন

মোক্তার হোসেন || ২০২২-১০-১২ ১৪:০১:৪৭

image

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ১২ই অক্টোবর এনজিও ভিপিকেএ ফাউন্ডেশনের পাংশা উপজেলার হাবাসপুর ও মাছপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে। 

  এ উপলক্ষে সংস্থার সদস্যদের মাঝে ঋণ বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  হাবাসপুর শাখা ঃ গতকাল বুধবার সকাল ১১টার দিকে ভিপিকেএ ফাউন্ডেশনের হাবাসপুর শাখার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপিকেএ ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর শংকর চন্দ্র সিনহা। অনুষ্ঠানে ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ, ভিপিকেএ ফাউন্ডেশনের সহকারী পরিচালক(অর্থ) মোঃ রফিকুল ইসলাম, এনজিও ভোর্ডের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান পিন্টু, ব্র্যাক হাবাসপুর শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম ও ট্রিডের নির্বাহী পরিচালক ডাঃ নিশাদ আলমগীর বক্তব্য রাখেন।

  বক্তারা আর্থ সামাজিক উন্নয়নে ভিপিকেএ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। সংস্থার নিয়ম নীতি অনুসরণ করে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুস সোবাহান।

  অনুষ্ঠানে ভিপিকেএ ফাউন্ডেশনের সহসভাপতি মমতা রানী দাস, ভিপিকেএ ফাউন্ডেশনের সহকারী পরিচালক(নিরীক্ষা) মোঃ ফারুক শেখ, সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা খাতুন, শাখা ব্যবস্থাপক আব্দুর রব ও মোঃ আব্দুল মালেক, ব্র্যাক হাবাসপুর শাখার অর্থ ও হিসাব বিভাগের হিসাব কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন মৃধা, তোয়ার জি.এম শফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

  মাছপাড়া শাখা ঃ গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ভিপিকেএ ফাউন্ডেশনের মাছপাড়া শাখার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছপাড়া ইউপির সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ফাহিমা বেগম।

  অনুষ্ঠানে ভিপিকেএ ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর শংকর চন্দ্র সিনহা ও ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভিপিকেএ ফাউন্ডেশনের সহসভাপতি মমতা রানী দাস, ভিপিকেএ ফাউন্ডেশনের সহকারী পরিচালক(নিরীক্ষা) মোঃ ফারুক শেখ, সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা খাতুন, সহকারী পরিচালক (অর্থ) মোঃ রফিকুল ইসলাম, সংস্থার শাখা ব্যবস্থাপক আব্দুর রব ও বাদল কুমার দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com