রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ৪ জন জুয়ারু গ্রেফতার হয়েছে।
গত ১১ই অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কছিমুদ্দিন পাড়া গ্রামে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক সেট তাস ও নগদ ৭ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কছিমুদ্দিন পাড়া গ্রামের খোরশেদ শেখের ছেলে মানিক শেখ(৩৫), একই ইউনিয়নের(উজানচর) নছর উদ্দিন সরদার পাড়া গ্রামের সোবাহান মোল্লার ছেলে হাসান মোল্লা(২৩), গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে আকবর শেখ(৬০) ও একই পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া গ্রামের বুদ্ধ চন্দ্র ঘোষের ছেলে বাসু ঘোষ(৪০)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত জুয়ারুদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১২ই অক্টোবর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com