ভ্রাম্যমাণ আদালতে পাংশার ভেজাল গুড় কারখানার মালিকের জেল ও জরিমানা

শামীম হোসেন || ২০২২-১০-১২ ১৪:০৭:৩৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক শেখ আলমাছকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

  গতকাল ১২ই অক্টোবর দুপুরে পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

  এছাড়াও অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল ধ্বংস করার পাশাপাশি কারখানাটি সীলগালা করে মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়। পাংশা মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

  জানা গেছে, মানিকগঞ্জ জেলার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শেখ আলমাছ কারখানাটি তৈরি করে অস্বাস্থ্যকর পরিবেশে চিটা গুড়ের সাথে চিনি ও ক্ষতিকর রাসায়নিক-রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করে আসছিল। এর আগেও একাধিকবার প্রশাসন অভিযান চালিয়ে কারখানার মালিক শেখ আলমাছকে জরিমানা করেছিল। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com