স্কুল শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদানে গোয়ালন্দের ইউএনও

আবুল হোসেন || ২০২২-১০-১৩ ১৪:৫২:০৯

image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন গতকাল ১৩ই অক্টোবর বেলা ১১টার দিকে দৌলতদিয়া মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান করেন। 
   এ সময় তিনি নারীর ক্ষমতায়ন, নারী-পুরুষের মধ্যকার বৈষম্য, বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধ, অপরিচিত মানুষের সাথে সম্পর্কে জড়ানোর খারাপ পরিণতি, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের নির্দেশনা দেন। স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসানসহ অন্যান্য শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।   
   এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, পেশাগত কাজের বাইরে সময় পেলে শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। আমি তাদের বিভিন্ন গুরুত্ব বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম বাড়ানোর চেষ্টা করি। কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তিনি সিলেবাসের লেখাপড়া ছাড়াও নিয়মিত নৈতিক শিক্ষা এবং বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দেশপ্রেম বাড়ানের দিকে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com