বালিয়াকান্দিতে ৮দফা দাবীতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন পালিত

তনু সিকদার সবুজ || ২০২২-১০-১৪ ১৪:২৪:৫৯

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৮ দফা দাবীতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 
  গতকাল ১৪ই অক্টোবর সকালে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
  মানববন্ধন চলাকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতাকালীন সমস্য সাখাওয়াত হোসেন বিপ্লব, বালিয়াকান্দি উপজেলা শাখার উপদেষ্ট আব্দুল মতিন, সভাপতি হান্নান শেখ, সাধারণ সম্পাদক মুহিন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য জয়ন্ত কুন্ডু ও আফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ বলেন, যখন-তখন আমাদের চাকরী চলে যায়। উপরন্তু যে বেতন পাই তা দিয়ে সংসার চালানো কঠিন। এ অবস্থায় তারা ৮ দফা দাবী তুলে ধরেন। তাদের দাবীর মধ্যে রয়েছে-১৫ হাজার টাকা মূল বেতন, ৫ হাজার টাকা বাড়ী ভাড়া, ১৫শত টাকা চিকিৎসা ভাতা, দুপুরের খাবার বাবদ ৩ হাজার ১২০ টাকাসহ মাসে মোট ২৪ হাজার ৬২০ টাকা, মার্কেট অনুযায়ী টিএ/ডিএ, চাকরী স্থায়ী করা, প্রভিডেন্ট ফান্ড চালু করা, চাকরীচ্যুত করতে হলে ৩ মাসের বেতন দিয়ে চাকরীচ্যুত করা, কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা, প্রতি ঈদে বেতনের সমপরিমাণ বোনাস, সরকারী ছুটির সাথে সামঞ্জস্য রেখে ছুটি, প্রতি বছর ১০% বেতন বৃদ্ধি প্রভৃতি। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com