রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের কে কোন উপজেলায় কত ভোট পেলেন

স্টাফ রিপোর্টার || ২০২২-১০-১৭ ১৪:১৬:৫৩

image

গতকাল ১৭ই অক্টোবর অনুষ্ঠিত রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
  জেলার ৫টি উপজেলা পরিষদ (রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি)-এর হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। 
  পাঠকদের জন্য ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট তুলে ধরা হলো। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান কর্তৃক ঘোষিত বেসরকারী ফলাফল অনুযায়ী রাজবাড়ী সদর উপজেলা কেন্দ্রে- বিজয়ী আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ(তাল গাছ) প্রতীকে ১২০ ভোট, একই দলের বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু(মোটর সাইকেল) প্রতীকে ৬৭ ভোট ও ইমামুজ্জামান চৌধুরী রিটো(আনারস) প্রতীকে ১১ ভোট; গোয়ালন্দ উপজেলা কেন্দ্রে- এ কে এম শফিকুল মোরশেদ আরুজ(তাল গাছ) প্রতীকে ৪৯ ভোট, দীপক কুণ্ডু(মোটর সাইকেল) প্রতীকে ১৪ ভোট ও ইমামুজ্জামান চৌধুরী রিটো(আনারস) প্রতীকে ৩ ভোট; পাংশা উপজেলা কেন্দ্রে- এ কে এম শফিকুল মোরশেদ আরুজ(তাল গাছ) প্রতীকে ১১৩ ভোট, দীপক কুণ্ডু(মোটর সাইকেল) প্রতীকে ২২ ভোট ও ইমামুজ্জামান চৌধুরী রিটো আনারস প্রতীকে ৭ ভোট; বালিয়াকান্দি উপজেলা কেন্দ্রে- এ কে এম শফিকুল মোরশেদ আরুজ(তাল গাছ) প্রতীকে ৭৪ ভোট, দীপক কুণ্ডু(মোটর সাইকেল) প্রতীকে ১৬ ভোট ও ইমামুজ্জামান চৌধুরী রিটো(আনারস) প্রতীকে ৪ ভোট এবং কালুখালী উপজেলা কেন্দ্রে- এ কে এম শফিকুল মোরশেদ আরুজ(তাল গাছ) প্রতীকে ৭২ ভোট, দীপক কুণ্ডু(মোটর সাইকেল) প্রতীকে ১৯ ভোট ও ইমামুজ্জামান চৌধুরী রিটো(আনারস) প্রতীকে ৩ ভোট পেয়েছেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com