রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৮ই অক্টোবর ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’-২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা, কেন্দ্রীয় আয়োজিত উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, শেখ রাসেলের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তর কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একইসাথে শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ আলীম, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম, পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মাহবুবা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’-২০২২ পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com