গোয়ালন্দের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সরকারী সহায়তা প্রদান

মইনুল হক মৃধা || ২০২২-১০-১৮ ১৫:০০:২৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সরকারী সহায়তা প্রদান করা হয়েছে।
  গতকাল ১৮ই অক্টোবর বিকালে তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩হাজার টাকা করে প্রদান করা হয়।
  এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, গত ১৫ই অক্টোবর বেলা ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ওই ২টি পরিবারের ঘর-বাড়ীসহ সমস্ত মালামাল পুড়ে যায়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com