রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

আসাদুজ্জামান নুর || ২০২২-১০-১৮ ১৫:০৩:২৫

image

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত হয়েছে।

  এ উপলক্ষ্যে গতকাল ১৮ই অক্টোবর সকালে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

  এ সময় পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিচার বিভাগ, রাজবাড়ী পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, জেলা কারাগার, কৃষি বিভাগ, আনসার-ভিডিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, জেলা তথ্য অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

  শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

  র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোঃ আব্দুল জলিল মিয়া ও খানখানাপুর তমিজউদ্দীন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া তোয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ। 

  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা প্রশাসনের এনডিসি মোঃ সাইফুল হুদা, সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জেল সুপার মোহাম্মদ মোঃ আব্দুর রহিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

   সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে সে জাতির জনকের ঘর আলো করে জন্ম নিয়েছিল। শেখ রাসেল দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন প্রজন্ম যেন শেখ রাসেলের মতো দুরন্ত দেশপ্রেমিক হয়, সেটা তুলে ধরা। আমাদেরকে শেখ রাসেলের আদর্শ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করি। আজকের এই দিনে শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

  আলোচনা পর্বের শেষে ঢাকা থেকে বিটিভির মাধ্যমে সম্প্রচারিত জাতীয় অনুষ্ঠান দেখানো হয়। এরপর মোনাজাতে অংশগ্রহণ শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com