বালিয়াকান্দিতে দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রাখছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব

সোহেল মিয়া || ২০২২-১০-২০ ১৪:১৬:২২

image

শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষায় আইসিটি ব্যবহারের সুযোগ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সফটওয়্যার ভিত্তিক ভাষা শিক্ষার প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও দক্ষ মানব সম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। 
  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আলো ছড়াচ্ছে এই কম্পিউটার  ল্যাবগুলো। তৃণমূল পর্যায়ে এ সকল ল্যাব স্থাপনের ফলে শিক্ষা এবং আইসিটিতে দক্ষ হয়ে উঠছে হাজার হাজার শিক্ষার্থী। 
  বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাজধরপুর উচ্চ বিদ্যালয়, মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়, বহরপুর উচ্চ বিদ্যালয়, নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউট, কুরশী উচ্চ বিদ্যালয়, জঙ্গল সম্মিলনী উচ্চ বিদ্যালয়, লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বড়হিজলী আলিম মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থী শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করছে। প্রতিনিয়ত শিক্ষার্থীরা আইসিটি বিষয়ক জ্ঞান অর্জন করার পাশাপাশি নিজেদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করছে। বিদ্যালয়ের আইসিটি বিষয়ক শিক্ষকরা এ সকল ল্যাবগুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন।
  সরেজমিনে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কোমলমতি শিক্ষার্থীরা শ্রেণী কক্ষের ব্যবহারিক পাঠদান সম্পন্ন করছে। শিক্ষার্থীদের কোমল হাতের স্পর্শে প্রাণ ফিরে পাচ্ছে ল্যাপটপগুলো। প্রতিটি শিক্ষার্থীর হাতের মধ্যেই শোভা পাচ্ছে মাউস। একেকটি মাউস যেন একেকটি স্বপ্ন। পুরো পৃথিবী যেন তাদের হাতের মুঠোয়। 
  বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী কাজী জীম বলেন, আমরা পাঠ্যবই অনুযায়ী আগে শুধু কম্পিউটারের ক্লাস করতাম। ব্যবহারিক তেমন একটা হতো না। ফলে কীভাবে কম্পিউটার চালাতে হয় তা জানতাম না। শুধু স্বপ্ন দেখতাম বড় হয়ে কোনো একদিন মাউস ধরে বিশ্বটাকে দেখবো। এখন আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা নিয়মিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটারের ব্যবহার শিখছি। 
  বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা ক্ষেত্রে সারা পৃথিবীতে নিত্য-নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে এখন প্রবর্তিত হচ্ছে স্মার্ট ক্লাসরুম। শিক্ষা ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দক্ষ জনশক্তি গড়তে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে অধিকতর দক্ষ করছে। 
  বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, উপজেলার ১০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। এর মধ্যে একটি মাদ্রাসাও রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সরকারীভাবে ১৭টি করে ল্যাপটপ দেয়া হয়েছে। এ সকল প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী নিয়মিত ল্যাব ব্যবহার করছে। আমরাও বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন করছি। আমরা মনে করছি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আলোয় আলোকিত হবে আমাদের প্রযুক্তির যুগ। দক্ষ জনশক্তি গড়তে ল্যাবগুলো অগ্রণী ভূমিকা পালন করছে।
  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় শিক্ষার সকলস্তরে আইসিটি শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তারই প্রেক্ষিতে ২০১৫ সালে প্রথম ধাপে দেশের ৬৪টি জেলায় ৬৫টি ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। দ্বিতীয় ধাপে গত ১৮ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৫০০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার এর উদ্বোধন করেন। এ সকল ডিজিটাল ল্যাব তথ্য-প্রযুক্তি, শিক্ষা সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে আইটি পারদর্শী দক্ষ জনশক্তি হিসেবে গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে এবং আইসিটি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত করছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com