দৌলতদিয়ায় পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে ৫জন জেলে গ্রেপ্তার॥জাল-ট্রলার জব্দ

মইনুল হক মৃধা || ২০২২-১০-২০ ১৪:২১:০১

image

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৫জন জেলেকে গ্রেপ্তার এবং ২৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ। 
  গত ১৯শে অক্টোবর বিকালে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলাধীন অন্তারমোড় ও কলাবাগান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার এবং জাল ও ট্রলারগুলো জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জেলেরা হলো-আলম শেখ(৪৫), পিয়ার আলী(২০), ছলিম মন্ডল(২৪), শাহিন মন্ডল(৩০) ও রিপন শেখ(২৬)। তাদের বাড়ী গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জে.এম সিরাজুল কবির, এসআই মোশারফ হোসেন, এসআই শাহজাহজান আলী, এএসআই রফিকসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। 
  দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জে.এম সিরাজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছ ধরা অবস্থায় ৫জন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে ২৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com