কালুখালীর রতনদিয়া ইউনিয়নে মাতৃকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ সম্পন্ন

কালুখালী প্রতিনিধি || ২০২০-০৮-১৭ ১৫:১৪:৪০

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাতৃকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১৭ই আগস্ট সকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের  সভাপতিত্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ মাতৃত্ব ভাতাভোগীদের উদ্দেশ্যে বলেন, ভাতার টাকা দিয়ে আপনারা আপনাদের সন্তানদের পুষ্টিকর খাবার খাওয়াবেন। কারণ পুষ্টিকর খাবার আপনার সন্তানের মেধা বিকাশে সহায়তা করবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com