গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানের ১৭দিনে আটককৃত ৩৪জন জেলের জেল-জরিমানা

মইনুল হক মৃধা || ২০২২-১০-২৩ ১৪:০৬:১৫

image

গত ৭ই অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান যা আগামী ২৮শে অক্টোবর সমাপ্ত হবে। 
  নিষেধাজ্ঞা শুরুর পর থেকে গতকাল ২৩শে অক্টোবর পর্যন্ত ১৭ দিনে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে ৩৪ জন জেলেকে আটক এবং ২৮ লক্ষ মিটার জাল ও ১০টি নৌকা জব্দ করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ এসব অভিযান পরিচালনা করেছে। 
  আটককৃত জেলেদের মধ্যে ২৩ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা এবং ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 
  দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ জে.এম সিরাজুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com