রাজবাড়ীতে পুলিশের অভিযানে জাল টাকাসহ ২জন গ্রেফতার

আসাদুজ্জামান নুর || ২০২২-১০-২৩ ১৪:০৮:২০

image

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ১হাজার টাকার ২টি জাল নোটসহ ২জন গ্রেফতার হয়েছে। 
  গতকাল ২৩শে অক্টোবর দুপুরে রাজবাড়ী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
  তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ২২শে অক্টোবর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বার্থা এলাকার একটি মুদী দোকানের সামনে থেকে প্রথমে ১হাজার টাকার ২টি জাল নোটসহ জাহিদ মোল্লা (৩৬)কে গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার ডেমরা থানার নড়াইবাগ গ্রামের আঃ রহমান মোল্লার ছেলে। এ সময় তার সাথে থাকা মহিউদ্দিন চৌধুরী(৪৪) পালিয়ে যায়। সে নোয়াখালী জেলার কবিরহাট থানার চিরিঙ্গা গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে। পরে জাহিদ মোল্লার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী শহরের রেলগেট এলাকা থেকে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। 
  এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রেস ব্রিফিংকালে থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com