ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে বিপর্যস্ত রাজবাড়ী জেলাবাসী

তনু সিকদার সবুজ || ২০২২-১০-২৪ ১৪:১০:৪১

image

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে রাজবাড়ী জেলাবাসীর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 
  গত রবিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি, যা এখনও অব্যাহত রয়েছে। এর সঙ্গে নেই বিদ্যুৎ। এতে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটেছে। সব শ্রেণীর মানুষকেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
  গতকাল সোমবার সারা দিন জেলা-উপজেলা পর্যায়ের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। গণপরিবহনের সংখ্যাও ছিল অনেক কম। সবচেয়ে বেশী বিপাকে পড়েছে খেটেখাওয়া দিনমজুররা। তাদের অধিকাংশই কাজে যেতে পারেনি। কৃষকরাও ফসলহানির দুশ্চিন্তায় পড়েছেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com