রাজবাড়ী থানা পুলিশের অভিযান কুলিপট্টি থেকে ইয়াবাসহ ২মাদক বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-১৭ ১৫:১৫:৪০

image

রাজবাড়ী শহরের রেল স্টেশন সংলগ্ন কুলিপট্টি থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
  গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ই আগস্ট রাত সাড়ে ৭টার দিকে এসআই হেমায়েত হোসেনের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ঃ কুলিপট্টির মৃত আফজাল মন্ডলের ছেলে খোকন মন্ডল(৩০) এবং পার্শ্ববর্তী নিউ কলোনীর মৃত আমজাদ হোসেনের ছেলে  সাইফুল ইসলাম(৩২)। 
  এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৭ই আগস্ট তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com