কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার বলিয়াকান্দি উপজেলার ৯০টি কৃষক পরিবারের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে গতকাল ২৫শে অক্টোবর সকালে দপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই উপকরণ (বিভিন্ন প্রকার বীজ, বীজ সংরক্ষণে পাত্র, জৈব ও রাসায়নিক সার, থাই পেয়ারা, মাল্টা ও বীজ বিহীন লেবুর চারা, পানি দেয়ার ঝাঝড়, নেট প্রভৃতি) বিতরণ করা হয়। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com