দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে দুই জেলে আটক॥জাল-নৌকা জব্দ

মইনুল হক মৃধা || ২০২২-১০-২৫ ১৪:৩৮:১০

image

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে নেমে ইলিশ মাছ ধরার দায়ে ২জন জেলেকে আটক এবং জাল ও নৌকা জব্দ করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার নৌ ফাঁড়ির পুলিশ। 
  গতকাল ২৫শে অক্টোবর বিকালে পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো-মানিকগঞ্জের শিবালয় থানাধীন  দক্ষিণ শালযান গ্রামের শায়নাল খান(৩৬) ও একই থানার আরোয়া গ্রামের সুলতান খানের ছেলে নাসির খান(৩৮)। এ সময় তাদের কাছ থেকে ইলিশ মাছ ধরার কাজে ব্যবহৃত ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জে.এম সিরাজুল কবিরের নেতৃত্বে এসআই মোশারফ হোসেন, এসআই শাহজাহজান আলী এবং এএসআই রফিকসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
  উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে যা আগামী ২৮শে অক্টোবর সমাপ্ত হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com