রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে দেশের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাকের ইউপিজি(আল্ট্রা পুওর গ্রাজুয়েশন) (ইউপিজি) প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু কায়সার খানসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ।
গতকাল ২৬শে অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস ও ব্র্যাকের ইউপিজি প্রোগ্রামের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে তারা মহাদেবপুর গ্রামে গিয়ে অতিদরিদ্র থেকে স্বাবলম্বী হওয়া ২০ জন নারীর সঙ্গে কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়ক প্রণব কুমার রায়, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) শাহনাজ পারভীন, জোনাল ম্যানেজার মোঃ সোলায়মান, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ ব্র্যাকের ইউপিজি প্রোগ্রামের প্রশংসা করেন।
ব্র্যাকের জেলা সমন্বয়ক প্রণব কুমার রায় বলেন, অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রাজবাড়ীতে ২০০৮ সালে ব্র্যাকের আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়। এ প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত জেলার প্রায় ১৭ হাজার অতিদরিদ্র মানুষকে গবাদীপশু প্রদান, নার্সারী ও শাক-সবজি চাষে সহযোগীতা করাসহ বিভিন্ন উপায়ে স্বাবলম্বী করে অর্থনীতির মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে বলে তিনি দাবী করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com