শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে অক্টোবর সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে রতনদিয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে কালুখালী কলেজে এসে শেষ হয়। এরপর কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও কালুখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ, পাংশা কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোখলেসুর রহমান, মৃগী শহীদ দিয়ানত কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সূর্যদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল ও কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com