শিক্ষক দিবস উপলক্ষ্যে গোয়ালন্দে বর্ণাঢ্য র‌্যালী

মইনুল হক মৃধা || ২০২২-১০-২৭ ১৪:৩৩:১৯

image

শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২৭শে অক্টোবর সকালে গোয়ালন্দ উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা র‌্যালীতে অংশগ্রহণ করেন। 

  র‌্যালী শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন দিবসটি উপলক্ষ্যে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে মানবিক গুণসম্পন্ন, দক্ষ ও যোগ্য শিক্ষকের উপর গুরুত্বারোপ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com