মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজবাড়ী শহরের আরএসকে ইনস্টিটিউশনে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ২৭শে অক্টোবর দুপুরে ইনস্টিটিউশনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন ও অন্যান্যের মধ্যে আরএসকে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা। এ সময় ইনস্টিটিউশনের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা বুকে ধারণ করে বড় হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস তোমাদেরকে জানতে হবে। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন বইগুলো পড়তে হবে। যে সকল মুক্তিযোদ্ধাগণ এখনও আমাদের মাঝে জীবিত আছেন তাদের কাছে থেকে তোমরা মুক্তিযুদ্ধের গল্প শুনবা।
অনুষ্ঠান শেষে অতিথিগণ আরএসকে ইনস্টিটিউশনের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com