প্রাক্তন গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-১৭ ১৫:১৭:৪০

image

আজ ১৮ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত কাজী হেদায়েত হোসেনের ৪৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 
  আওয়ামী লীগের কর্মসূচী ঃ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ১৮ই আগস্ট বিকাল ৪টায় শোক র‌্যালীসহ মরহুম কাজী হেদায়েত হোসেনের কবর জিয়ারত ও বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
  পারিবারিক কর্মসূচী ঃ মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
  উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ৩দিন পর ১৮ই আগস্ট রাজবাড়ী শহরের কলেজ রোডে ড্রাই-আইস ফ্যাক্টরী এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী কাজী হেদায়েত হোসেন এবং তার সাথে থাকা শহরের টাউন মক্তব স্কুল এলাকার বাসিন্দা বাদশা মিয়াকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com