কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বালিয়াকান্দিতে র‌্যালী অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২২-১০-২৯ ১৪:২৮:২৪

image

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর সকালে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। 

  বালিয়াকান্দি থানা চত্ত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com