কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘন্টা ফেরী চলাচল বন্ধ

আবুল হোসেন || ২০২২-১০-২৯ ১৪:৩৩:০৬

image

ঘন কুয়াশার কারণে গতকাল ২৯শে অক্টোবর ভোর সোয়া ৫টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। 

  পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে আড়াই ঘণ্টা পর সকাল পৌনে ৮টার দিকে ফেরী চলাচল চালু করা হয়। বন্ধ থাকার সময় দৌলতদিয়া প্রান্তে ৪টি ও পাটুরিয়া প্রান্তে ৭টি ফেরী নোঙর করে রাখা হয়। 

  বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে এই রুটে ১১টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com