পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২০-০৮-১৮ ১৪:২৩:১৩

image

রাজবাড়ী জেলার পাংশা শহরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
  বিদায়ী ইউএনও ও পাঠাগারের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, নবাগত ইউএনও বিপুল চন্দ্র দাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা), রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু ও অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন শেখ মুহাম্মদ সবুর উদ্দিন।
  মতবিনিময় সভায় পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস ও আবুল হোসেন শেখ, অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, কাজী আসকার দানিয়েল সিপার, অশোক পালসহ পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com