গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২২-১০-৩১ ১৫:০৯:৩৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট স্কুলের মাঠে গতকাল ৩১শে অক্টোবর বিকালে আতিয়ার মন্ডল স্মৃতি ফটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
  এতে রাইজিং স্টার ক্লাব ২-১ গোলে ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের আহ্বায়ক মনোয়ার হোসেন মনা’র সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছু মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মাহমুদ মিশা, হিরু মৃধা, ইউপি সদস্য লিয়াকত হাসান লিপু, রাসেল আহমেদ, শমসের মন্ডল, ছাত্রলীগ নেতা রাতুল আহমেদ সজল, আকাশ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর থেকে ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com