গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ২০ জন দোকানীর জরিমানা

মইনুল হক মৃধা || ২০২২-১০-৩১ ১৫:১১:৩২

image

সরকারী নিদের্শনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ২০ জন দোকানীকে মোট ৬ হাজার ৭শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ৩১শে অক্টোবর রাতে গোয়ালন্দ, কাটাখালী, জামতলা ও কৃষ্ণতলা বাজারে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এবং সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
  উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত ১৬ই জুন জারী করা সরকারী প্রজ্ঞাপনে রাত ৮টার পর থেকে সব ধরনের বাজার ও দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু এতদিন প্রশাসনের শিথিলতার জন্য এই নির্দেশনা বাস্তবায়িত হয়নি। এখন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে স্থানীয় প্রশাসন এ ব্যাপারে তৎপর হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com