নারুয়ার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা চুন্নু ও আ’লীগ নেতা নজরুলের ইন্তেকাল

তনু সিকদার সবুজ || ২০২২-১১-০১ ১৪:৩০:১১

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সায়েদুর রহমান চুন্নু(৬৮) এবং একই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম(৫৫) ইন্তেকাল করেছেন। 

  তাদের মধ্যে নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ১লা নভেম্বর দুপুরে নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামের নিজ বাড়ীতে এবং বিএনপি নেতা সায়েদুর রহমান চুন্নু একই কারণে একই দিন দুপুরে একই ইউনিয়নের বিল টাকাপোড়া গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। 

  গতকাল মঙ্গলবার বিকালে(বাদ মাগরিব) নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে নজরুল ইসলামের মরদেহ পার্শ্ববর্তী পাটকিয়াবাড়ী গোরস্থানে দাফন করা হয়। 

  এছাড়াও সাবেক চেয়ারম্যান সায়েদুর রহমান চুন্নুর মরদেহ আজ ২রা নভেম্বর সকাল ১০টায় নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com