বালিয়াকান্দি বাজারে সরকারী জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মিঠুন গোস্বামী || ২০২২-১১-০১ ১৪:৩৩:০০

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে সরকারী ৫ শতাংশ সরকারী জমি দখল করে টিনের ছাপড়া ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
  এ ব্যাপারে বাজার বণিক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। 
  গতকাল ১লা নভেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াকান্দি বাজারের কাঁচা বাজারের সরকারী টয়লেটের পিছনের ৫ শতাংশ জমির উপর টিনের ছাপড়া ঘর নির্মাণ করেছেন করিম শেখ নামে এক ব্যক্তি। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে কথা বলার জন্য করিম শেখের মোবাইল ফোনে বারবার কল দেয়া হলেও সে রিসিভ করেনি। তবে তার পিতা নুরুন্নবী শেখ বলেন, আমার ছেলের জমি দখল করার ক্ষমতা নাই। স্থানীয় এক চেয়ারম্যান তাকে ঘর তুলতে বলেছে তাই সে ঘর করছে। 
  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বালিয়াকান্দিতে সরকারী জমি দখলের উৎসব শুরু হয়েছে। বালিয়াকান্দি কাঁচা বাজারের জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। ৪/৫ দিন হয়ে গেলেও জমি দখলমুক্ত করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
  বালিয়াকান্দি সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেসুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন ছিলাম। বিষয়টি জানি না।
  অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায় বলেন, সরকারী সম্পত্তি অবৈধ দখল করা হলে দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com