গোয়ালন্দে এক ঘন্টার প্রতীকী ইউএনও স্কুল ছাত্রী ফারজানা

আবুল হোসেন || ২০২২-১১-০১ ১৪:৩৪:৫২

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে এক ঘণ্টার জন্য প্রতীকী ইউএনও’র দায়িত্ব পালন করেছে স্কুল ছাত্রী ফারজানা আক্তার।

  গতকাল ১লা নভেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে তার চেয়ারে বসে প্রতীকী দায়িত্ব পালন করে। শিশুদের সংগঠন এনসিটিএফ কেকেএসসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় এই কর্মসূচীর আয়োজন করে। 

  ফারজানা আক্তার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাস্টার পাড়ার রবিন শেখের মেয়ে এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। দায়িত্ব পালনকালে সে বাল্য বিয়ে, নারী নির্যাতন-নিপীড়ন ও ইভটিজিং বচন্ধ, কোভিড-১৯ সচেতনতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা করে। 

   ফারজানা আক্তার জানায়, এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পেরে সে খুব আনন্দিত। সে ভালোভাবে লেখাপড়া শেষে দেশ ও জনগণের সেবা করতে চায়। 

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, আজকের শিশুরাই একসময় সমাজ ও দেশের বিভিন্ন বড় বড় জায়গায় আসবে-নেতৃত্ব দিবে। এ ধরনের কর্মসূচীর মাধ্যমে শিশুরা, বিশেষ করে কন্যা শিশু ও কিশোরীরা উৎসাহিত হবে। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফারজানা আক্তারকে বই উপহার দেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com