জেল হত্যা দিবস উপলক্ষ্যে গোয়ালন্দে আলোচনা সভা

মইনুল হক মৃধা || ২০২২-১১-০৩ ১৪:২৪:৫৭

image

জেলা হত্যা দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩রা নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নৃশংসভাবে খুন হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহযোগী এবং স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও একেএম কামারুজ্জামানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
  আলোচনা পর্বের শেষে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com