বালিয়াকান্দি উপজেলার ৩শত অসহায় পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২০-০৮-১৮ ১৪:২৮:৫১

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শত অসহায় দুস্থ পরিবারের মধ্যে সরকারী ত্রাণের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ১৮ই আগস্ট সকালে ইসলামপুর ও জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। 
  এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিধান কুমার দাস এবং ইউপি সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 
  উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দুস্থদের মধ্যে এই চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের দুস্থদের মধ্যেও এই চাল বিতরণ করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com