পাংশায় স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে উঠান বৈঠক

মোক্তার হোসেন || ২০২২-১১-০৬ ১৩:১৭:২৮

image

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামে গতকাল ৬ই নভেম্বর বিকালে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  জানা যায়, গতকাল রবিবার বিকাল ৪টার দিকে নারায়নপুর দক্ষিণপাড়া গ্রামে উঠান বৈঠকের আয়োজন করে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা। সংস্থার সভানেত্রী শামিমা নাসরিন যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। উঠান বৈঠকে এলাকার বিভিন্ন বয়সের বেশ কিছু সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা মহিলাদের আর্থসামজিক উন্নয়নে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com