এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে রাজবাড়ীতে অনুপস্থিত ১৮২ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার || ২০২২-১১-০৬ ১৩:২২:২২

image

গতকাল ৬ই নভেম্বর থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
  ১ম দিনের পরীক্ষায় রাজবাড়ী জেলায় এইচএসসি ও সমমান মিলিয়ে মোট ৭হাজার ৬৬৬ জন জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৪৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 
 জানা গেছে, এইচএসসির ৬ হাজার ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১১৪ জন। 
  এইচএসসি (বিএম ও ভোকেশনাল) এর ৯৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২৩ জন। 
  অপরদিকে ৫৩৫ জন আলিম পরীক্ষার্থীর মধ্যে ৪৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৪৫ জন। 
  এছাড়া অসদুপায় অবলম্বন বা দায়িত্বে অবহেলার দায়ে কোনো পরীক্ষার্থী বহিষ্কার বা দায়িত্বপ্রাপাপ্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
  জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু উল্লেখিত তথ্য জানান।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com