রাজবাড়ীতে একদিনে সর্বোচ্চ ১৩৮ জনের করোনা শনাক্ত॥জেলায় মোট আক্রান্ত ২১২৭জন॥মৃত ১৮

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-১৯ ১৪:৩৪:৫৭

image

রাজবাড়ী জেলায় একদিনে আরো ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এযাবৎকালের মধ্যে একদিনের সর্বোচ্চ রেকর্ড। 
  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ১৯শে আগস্ট ২৪১টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ২ হাজার ১২৭ জনে। তাদের মধ্যে ১৮ জন মারা গেছেন এবং ১ হাজার ১৯৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া ৩০ জন হাসপাতালে ভর্তি এবং ৮০৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এর পাশাপাশি এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে ৮ হাজার ৬৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৩৯৩ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ২৫৫ জনের রিপোর্ট পেন্ডিং (অপেক্ষমাণ) রয়েছে।  
  উল্লেখ্য, গতকাল ১৯শে আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আঃ মান্নাফ(৬৫), আলেয়া(৫৫), মিজানুর(৪০), লিমা(৩০), রনি(৩৬), আসমা(৩০), হাবিব(৪০), মাহি(১০), রাইমা(৮), মানহা(৪), রাজীব(৩), কল্পনা(১৬), মিম(২২), নাজমুল হক(৩২), মিম(২৩), আব্দুস সোবহান(৪০), আব্দুস সামাদ (৩৫), শাহীনা(২৫), কামরুন নাহার(৩৩), মোয়াজ্জেম হোসেন(৪৯), আশরাফুল ইসলাম(৪৫), বাবলু মোল্লা(৩৫), অরুণ(৫৬), পিযুষ(২৪), রেজাউল ইসলাম(৩২), আবুল বাশার(৫২), জেসমিন নাহার(২৭), শারমিন ইয়াসমীন(৩৮), আরিহা খন্দকার(৫), খন্দকার কামাল হক(৪০), কাজী হারুন অর রশিদ(৬৫), হামেলা বেগম(৫২), রুবেল(৩০), স্বাক্ষর(৩০), রুবায়েত মোঃ ফেরদৌস(৪৮), প্রবীর সাহা (৩৮), আব্দুল্লাহ আল মামুন (৫০), ইদ্রিস (৪০), সুমী(১৬), রাকিব হাসান(২৪), সীমা(২০), সাইদুর রহমান(২৫), মালেক খান(৭০), মোহাম্মদ আলী(৪০), নির্জন(৩৪), আক্তারুল ইসলাম(৪৮), লাবণ্য ইসলাম(১৯), বদরুল আলম(৩৫), এডঃ রেখা(৪৫), গুলশানারা বেগম(৫৪), ইফাইয়াত জেরিন(২৫), সায়মা নাসরিন(৩৫), ওয়াহিদুজ্জামান(৪০), আব্দুস সাত্তার(৪২), শাহনাজ(৪০), জাকির হোসেন(৭০), মারুফ(১৫), কাজল(৫০), সজীব(২৫), শাহ আলম(৫৬), শাহিদা বেগম, শাহিদা(৬৫), মিম(১৮), লাভলী(২৪), গোলাম মর্তুজা(৩০), আব্দুর রব(৩৪), আলেয়া বেগম(৬০) ও ফয়সাল মোল্লা(৩৫), বালিয়াকান্দি উপজেলার শামসুন্নাহার(৪৫), তপন পাল(৫৫), রতন বিশ্বাস(৪০), মাছেম উদ্দিন(৫৪), তারিকুল ইসলাম(৪১), আব্দুস সাত্তার খান(৬৫), দীপক কুমার বিশ্বাস(৫৮), মুকুন্দ দেবরায়, গীতা মৈত্র(৪৫), হৃদয় দেবরায়(১২), রবীন্দ্রনাথ রায়(৫৫), খায়রুল বাশার(৭০), কামরুন নাহার(৪৮), আব্দুল মোমিন মোল্লা(৪৬), অমল কুমার কর(৬৫), শিফা(৫৫), শরমা রাণী সরকার(১৩), হৃদি সরকার(৫), আব্দুর রাজ্জাক(৪০), উজ্জল কুমার দাস(৩৯), মিলন দাস(২৪) জাহাঙ্গীর হোসেন(৩৮), ইশারত বিশ্বাস(৫৮), নিমাই চন্দ্র বিশ্বাস(৪৮), শাহিদুল ইসলাম(৩৫), জ্ঞানেন্দ্রনাথ মন্ডল(৪০), মিহির দে(৬১), জাকির হোসেন(৪০), রণজিৎ(৩২), অহিদ শেখ(৫৫), মিরাজুল(৪২), মান্নান(৭৫), দেলোয়ার হোসেন(৩৯) ও নাসরিন আক্তার তিথি(২৮), পাংশা উপজেলার মোবারক মোল্লা(৫০), লিন্নি(১২), ইশতিয়াক(১৬), আসমা(৪০), ইয়াছিন আলী(৪৫), দিলীপ কুমার সাহা(৬২), নায়েব আলী(৩৫), সুমন আলী(১৭), সবুজ ইসলাম(২০), গোলাম সরোয়ার(৩৫), আয়েশা খাতুন(৭০), হামিদুল ইসলাম টিটু(৩৬), কাশেম বিশ্বাস(৭০), ইলিয়াছ শেখ(৫০), হাসিনা খাতুন(৬০), মুকুল সরদার(৪৫), মর্জিনা(৩২), আব্দুল মজিদ(৫০) ও ফিরোজ(২০), কালুখালী উপজেলার আলমগীর হোসেন(৩৩), আমজাদ হোসেন(৩৩), নাসিমা খাতুন(২৯), নজরুল হোসেন(৩৪), ফারুক হোসেন ৫৫), নূরুন নাহার খানম(৫০), শামীমা নাসরিন(২৯), ফরিদা ইয়াসমীন(৫০), গোয়ালন্দ উপজেলার হালিমা খাতুন(২৫), নূরুল ইসলাম(৩১), ফাতেমা আক্তার রত্না(৪২), আমেনা খাতুন(৬২), শহিদুল ইসলাম(৪৫), দেলোয়ার শেখ(২৫), সাদ্দাম শেখ(২৫), আলম ব্যাপারী(৩২), আব্দুল জলিল মন্ডল(৫৫), আবু জাফর(৩০), মিতা(২০), মিম(৪২) ও মুন্নী। 
  এছাড়াও কালুখালী উপজেলার ইউনুস খান(৫৫), শারমিন আক্তার(২৮) ও শ্যামল কুমার সাহা(৫৮) ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে।    গত ১৮ই আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন-রাজবাড়ী সদর উপজেলার ইউনুস আলী শেখ(৩৫), মেহেদী হাসান(৪২), মোছাঃ সেলিনা পারভীন(৪০), আব্দুর রাজ্জাক(৩৬), আলেয়া(৪৬), আবুল কালাম আজাদ(৩৮), ডাঃ মোঃ জহিরুল আলম(৩৬), পাংশা উপজেলার আব্দুল হাকিম খান(৭২), এসআই রাজু আহম্মেদ(৪০), মাহমুদ হাসান(৩৫), সোহেল রানা(২৩), মোঃ আক্তারুজআমান (৪২), মোঃ বাপ্পী শাহরিয়ার(৩৪), গোলাম মোহাম্মদ (৬২), সুরুজ(৩৮), ফিরোজা বেগম(৫০), হামিদা(৬০), হাসান উদ্দিন(৩৫), আশিক মাহমুদ মিতুল হাকিম(৩৬), আকুল মোল্লা(৩৭), সুমিতা রাণী(৪০), কালুখালী উপজেলার সুধীর কুমার শর্মা(৭৮), আন্না রাণী (৫৫), গোয়ালন্দ উপজেলার আসিফ শেখ(১৮), সাবরিনা আক্তার(৪০), সাদিয়া আফরিন(৩১), রিক্তাময়ী পোদ্দার(৩৬), নিজামুল হক খান(৫২), আনোয়ারা বেগম(৪৪), নাছিমা(৩৭), শিশির(১৬), রায়হান শেখ(২৫), শাহানা, আবু আব্দুল্লাহ(৩৩), এস.এম নূরুল ইসলাম(৩৬) এবং বালিয়াকান্দি উপজেলার সেলিম রেজা(৩৭)। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com