রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রদর্শনীর মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৭ই নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে জঙ্গল ইউনিয়নের গড়াই, নবাবপুর ইউনিয়নের চন্দনা, নারুয়া ইউনিয়নের বিল টাকাপোড়া ও জননী মৎস্য চাষী সমবায় সমিতির মধ্যে এসব উপকরণ (মাছের পোনা, খাবার, সাইনবোর্ড ইত্যাদি) বিতরণ করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নাফ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার বসাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com