রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে আজ ৯ই নভেম্বর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই নভেম্বর সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে দেশব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হচ্ছে। মেলার ৪টি স্টলের বিভিন্ন সেবা পাওয়া যাবে। তিনি সকলকে এই মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোহাম্মদ শরীফ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং গোয়ালন্দে কর্মরত সাংবাদিকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com