পাংশার পূর্ব বাগদুলী বিল থেকে কৃষকের পাটের জাগ চুরি!

মোক্তার হোসেন || ২০২০-০৮-১৯ ১৪:৩৭:৩৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির পূর্ব বাগদুলী বিল থেকে কৃষক আবু তাহের মিয়ার ১টি পাটের জাগ চুরি হয়েছে। চুরি যাওয়া পাট জাগের মালিক পুঁইজোর দোপপাড়া গ্রামের আবু তাহের মিয়া।
  ক্ষতিগ্রস্ত কৃষক আবু তাহের মিয়া জানান, বাড়ীর উত্তর পাশে পূর্ব বাগদুলী বিলে তার ৩টি পাটেরজাগ ছিল। গত রবিবার ও সোমবার দু’দিনে দু’টি জাগের পাট ধোওয়া হয়। ১টি জাগের প্রায় ৮শত আটি পাট শক্ত থাকায় দু’দিন পর ধোওয়ার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক গতকাল বুধবার সকালে বিলের মধ্যে জাগের কাছে গেলে দেখতে পান জাগে পাট নেই। বিলের মধ্যে খোঁজাখুঁজি করে কোথাও জাগ দেওয়া পাটের সন্ধান মেলেনি। বিলে এখনও অন্য কৃষকের ৮/১০টি পাটের জাগ রয়েছে। কিছুদিন আগে ওই বিল থেকে অপর এক কৃষকের জাগ দেওয়া পাট চুরি হয়। আবু তাহের মিয়া জানান, তার চুরি যাওয়া পাটের মূল্য প্রায় ১৫ হাজার টাকা। গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের যে কোনো সময় জাগ থেকে পাট চুরির ঘটনা ঘটেছে বলে তার ধারণা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com