আগামী ১২ই নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই নভেম্বর বিকালে নারুয়া বাজার সংলগ্ন বিলধামু গ্রামস্থ বিএনপি নেতা ওহাব মন্ডলের বাড়ীর আঙ্গিনায় তার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডঃ আব্দুর রাজ্জাক খান, জেলা যুবদলের আহ্বায়ক খায়রল আনাম বকুল, মিজানুর রহমান মাসুদ ও সৈয়দ আলী মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশে যোগ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com