কালুখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ রিপোর্টার || ২০২২-১১-০৯ ১৩:৫২:৫৪

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল ৯ই নভেম্বর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব মেলা উদ্বোধন করেন। মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, সরকারী প্রতিষ্ঠান, ইউডিসি, পোস্ট অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের ২৭টি স্টল অংশগ্রহণ করে। বিকালে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com